শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

৩০ দিনে মসজিদুল হারাম ও নববীতে ৬ কোটি মুসল্লির আগমন

৩০ দিনে মসজিদুল হারাম ও নববীতে ৬ কোটি মুসল্লির আগমন

সংগৃহীত

হিজরি ১৪৪৭ সালের মুহাররম মাসে ইসলামের দুই পবিত্রতম দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ৬ কোটিরও বেশি মানুষ আগমন করেছেন। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। হাজি ও মুসল্লিদের সেবা দেওয়ার জন্য একটি বিস্তৃত সেবামূলক নেটওয়ার্ক এ কাজে সহায়তা করেছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মক্কার মসজিদুল হারাম ২ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ৫৯৯ জন মুসল্লিকে স্বাগত জানিয়েছে। এদের মধ্যে ৪৭ হাজার ৮২৩ জন হাতিম এলাকায় নামাজ আদায় করেছেন। এই মাসে উমরাহ পালনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ লাখ ৫৭ হাজার ২৭০ জন।

এদিকে মদিনার মসজিদে নববী স্বাগত জানিয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ২০০ জন মুসল্লিকে। এর মধ্যে রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন ১১ লাখ ২২ হাজার ৩৬৮ জন। এছাড়া প্রিয়নবী (সা.) ও দুই সাহাবি হজরত আবু বকর (রা.) ও ওমর (রা.)-এর রওজা জিয়ারতের জন্য আগমন করেছেন ২১ লাখ ১০ হাজার ৩৭৫ জন।

হারামাইণ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা  সৌদি নেতৃত্বের নির্দেশনার মেনে জিয়ারতকারীদের সহজতা, স্বাচ্ছন্দ্য ও আধ্যাত্মিক প্রশান্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা আরও জানিয়েছে, এই পরিসংখ্যান তাদের অব্যাহত প্রচেষ্টার প্রমাণ এবং দুই পবিত্র মসজিদে প্রতিবন্ধকতা দূর করে সেবার মান উন্নয়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম: