বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

করোনা পরীক্ষার জন্য বগুড়ায় একদিনে ১০৮ জনের নমুনা সংগ্রহ

করোনা পরীক্ষার জন্য বগুড়ায় একদিনে ১০৮ জনের নমুনা সংগ্রহ

বগুড়ায় এ পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে। করোনা আছে কিনা তা পরীক্ষার জন্য ১০৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হবে। শনিবার বগুড়া জেলা সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও শফিক আমিন কাজল জানান, এই আইসোলেশন কেন্দ্রে মোট রোগী আছে ৮ জন। এরমধ্যে ৭ জন করোনায় আক্রান্ত। বাকি একজনের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, একজন রোগী এসেছে জয়পুরহাট জেলার আক্কেলপুরের জামালগঞ্জ এলাকা থেকে। তার চিকিৎসা চলছে। আর বাকি ৭জন করোনা রুগী নিজ নিজ উপজেলায় চিকিৎসাধীন। কারো কারো উপসর্গ না থাকায় নিজ বাড়িতে সঙ্গনিরোধ করে রাখা হয়েছে। সেখানে উপজেলা হাসপাতাল থেকে তাদেরকে সকল প্রকার চিকিৎসার জন্য সহযোগিতা করা হয়েছে।

বগুড়ার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বগুড়ায় কোন নমুনা সংগ্রহ করা হয়নি। শনিবার সিভিল সার্জন অফিসের মাধ্যমে ১০৪ এবং হাসপাতাল থেকে আরও ৪ জন নিয়ে মোট ১০৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। জেলার ধুনট ১ জন, সোনাতলা ২ জন, বগুড়া সদর ১জন, আদমদিঘি ২ জন, সারিয়াকান্দি ৩জন, গাবতলী ১ জন, দুপচাঁচিয়া ১ জন, শিবগঞ্জ ১জন, নন্দীগ্রাম ১জন ও শাজাহানপুর উপজেলায় ১জন করে করোনায় আক্রান্ত রোগী আছে। ওই সব ব্যক্তিরা ঢাকাসহ বাইরের বিভিন্ন জেলা থেকে সম্প্রতি বাড়ী ফিরেছেন। এরপর টেস্ট করার পর তাদের করোনাভাইরাস পাওয়া যায়। 

দৈনিক বগুড়া

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ