মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ১৫৮ জন শিক্ষার্থী পেল বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির টাকা। বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ সব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের ২০১৯-২০ অর্থ বছরের ক্ষুদ্র-নৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, ক্রীড়া-সাংস্কৃতিক সামগ্রী, কৃষি কাজের জন্য পাওয়ার টিলার, দু:স্থদের বাড়ি নির্মাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এরমধ্যে ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেলসহ ৩২ লাখ টাকার বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে এসব শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সালা উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ, মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, শ্রাবণী আকতার, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী প্রমূখ।

দৈনিক বগুড়া