বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শেরপুরে মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে মতবিনিময় সভা

শেরপুরে মসজিদের ইমাম ও  মোয়াজ্জেমদের নিয়ে  মতবিনিময় সভা

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মসজিদের মাইকে ও জুমার খুতবায় ব্যাপক প্রচার সংক্রান্ত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে মতবিনিময় সভা সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিখি ছিলেন বগুড়া জেলা আ’লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, ইসলামিক ফাউন্ডেশন শেরপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার শফিক মাহমুদ । সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদেও পেশ ইমাম মাও: এজাজ উদ্দিন।

সভায় করোনা ভাইরাস সংক্রমণরোধে নিম্নোক্ত বিষয়গুলো প্রতিদিন মসজিদের মাইকে নামাজের পূর্বে ও পরে প্রচার এবং জুমার খুতবায় ব্যাপক প্রচার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

১। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন।

২। কিছুক্ষন পরপর সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে দুই হাত ভালভাবে পরিস্কার করুন।

৩। জামায়াতে নামাজ আদায়,চলাফেরা ও চলাফেরা ও সকাল কাজে সামাজিক দুরত্ব বজায় রাখুন।

৪। পাঁচওয়াক্ত নামাজসহ সব সময় মাস্ক পরে মসজিদে প্রবেশের বিষয়টি মসজিদ কমিটি নিশ্চিত করবেন।

৫। নামাজের জামাতে মুসুল্লিগণ সামাজিক দুরত্ব রেখে দাড়াবেন।

৬। হাঁচি-কাশির দেয়ার সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাজে নাক মুখ ঢেকে রাখুন।

৭। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন।

৮। গুজব রটাবেন না,গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না।

৯। সরকারের জারিকৃত বিধিনিষেধ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরন করুন।

১০। সম্ভব হলে বাড়ি থেকে অযু করে জায়নামাজ সঙ্গে নিয়ে মসজিদে আসবেন।

দৈনিক বগুড়া

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ