বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বগুড়ার কাহালুতে নবাগত এসিল্যান্ডের যোগদান

বগুড়ার কাহালুতে নবাগত এসিল্যান্ডের যোগদান

বগুড়ার কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন রিদওয়ান রহমান। প্রায় একবছর এই পদটি শূন্য থাকার পর গত ২১ অক্টোবর রিদওয়ান রহমান কাহালু উপজেলা এসিল্যান্ড হিসেবে যোগদান করে তার দাপ্তরিক কাজ শুরু করেন। তিনি ৩৪ তম বিসিএস এর একজন কর্মকর্তা।

এর আগে তিনি তার ৫ বছরের কর্মজীবনে নারায়নগঞ্জ ডিসি অফিস, পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর এসডিজি অলটারনেট ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি তার কর্মজীবনের শুরুতে ২ বছর জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রভাষক, ঢাকা বিদ্যুৎ বিতরণ কম্পানি (ডেসকো) এর সহকারী প্রকৌশলী হিসেবে ২০১৪ সাল পর্যন্ত কাজ করার পর ২০১৬ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

রিদওয়ান রহমান মিলিটারি ইন্সটিউট অফ সাইন্স এন্ড টেকনলোজি বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউকিয়ার ইঞ্জিনিয়ারিং থেকে এমএস ডিগ্রি পাশ করেন। প্রধানমন্ত্রী ফেলোশিপ এওয়ার্ডে তিনি অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে ইনভাইরনমেন্ট ও সাস্টেইনেবিলিটি বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন।

নীলাঞ্জনা সুবীন ফেরদৌস এর সাথে বৈবাহিক জীবনে তার ৫ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।

দৈনিক বগুড়া

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ