বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পাড় করছে কৃষকরা

নন্দীগ্রামে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পাড় করছে কৃষকরা

নন্দীগ্রাম বগুড়া জেলার কৃষি ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটা মারায়ের কাজ। গত মৌসুমে ধানের দাম ভাল পাওয়ায় আগাম বোরো ধান কাটামারায় ঝুঁকে পড়েছে নন্দীগ্রামের কৃষকেরা। দিনরাত জমিতে বৈরী আবহাওয়ার কারণে দ্রুত বোরোধান কাটামারায়ে এখন ব্যস্ত কৃষকরা।

নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ২০ হাজার ১শ ৫৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ শুরু হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৯শ ৭৬ মেট্রিক টন। তবে এর চেয়ে বেশি লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার বিভিন্ন জমিতে বোরো কাটা শুরু করেছে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, চারা থেকে শুরু করে ডিজেল, বিদ্যুৎ ও সারের কোন সংকট ছিল না। এ ছাড়াও ছিলোনা কনো বালা মসিবত । আবহাওয়া অনুকুলে থাকলে গত বছরের শীলাবৃষ্টিতে বোরো ধানের যে ক্ষয়-ক্ষতি তা এবার কাটিয়ে উঠা সম্ভব হবে। নন্দীগ্রাম সদর ইউনিয়নের ভাদুম গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম তার ২৫ বিঘা জমিতে ধানের চারা রোপন শুরু করেছে।

তার সাথে কথা বললে তিনি বলেন, এবার আমন ধানের দাম ভাল পাওয়ায় আগাম বোরো ধানের রোপন শুরু করেছি। আশা করি ভাল ফলন পাব এবং গত বছরের বোরো ধানের ক্ষয়-ক্ষতি পুষিয়ে উঠতে পারব।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আদনান বাবুর সাথে কথা বললে তিনি বলেন, ফসল উৎপাদন বৃদ্ধির জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।

দৈনিক বগুড়া

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ