রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়ায় ৩২ টাকা কেজি ধান ও ৪৫ কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ

বগুড়ায় ৩২ টাকা কেজি ধান ও ৪৫ কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ

সংগৃহীত

বগুড়ায় ৩২ টাকা কেজি দরে ধান ও ৪৫ টাকা কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ। চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে ১১ হাজার ৬৫২ মেট্রিকটন ধান এবং চাল কল মালিকদের কাছ থেকে ৫৫ হাজার ৪৩৭ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ২ হাজার ৬১৩ মেট্রিকটন আতপ চাল সংগ্রহ করা হবে।

মঙ্গলবার (৭ মে) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার অনলাইনে বগুড়া জেলার অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ন কবির জানান, বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে বোরোধান ও চাল সংগ্রহ অভিযানের শুরুতেই বগুড়া সদর খাদ্য গুদামে ৬০ মেট্রিক টন ধান, ৩ মেট্রিকটন চাল,শিবগঞ্জ উপজেলার মোকামতলা খাদ্য গুদামে ১০০ মেট্রিকটন চাল সংগ্রহের মধ্য দিয়ে জেলায় বোরো সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। এই অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

অনুষ্ঠানে বোরো সংগ্রহ অভিযান মনিটরিং কমিটির সভাপতি ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মতলুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ: