বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সাফের শিরোপা স্পর্শ করতে চান জামাল ভূঁইয়া

সাফের শিরোপা স্পর্শ করতে চান জামাল ভূঁইয়া

মালদ্বীপের মালেতে ১ অক্টোবর অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ দল আগামীকাল এ টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়বে। যাওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন, সাফের শিরোপা স্পর্শ করতে চান।

সোমবার বাফুফেতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া শিরোপার প্রত্যাশা করে বলেছেন, আমরা মালদ্বীপে ভালো কিছু করতে চাই। নিজেদের সেরা ফুটবলটা খেলে ফাইনালে ট্রফি স্পর্শ করতে চাই।

২০১৩ সালে সাফে জামালের অভিষেক। জামাল এখন পর্যন্ত তিনটি সাফ খেলেছেন। তিনটিতেই গ্রুপ পর্বে বিদায়। তিন বার গ্রুপ পর্বে বিদায় নেয়া বাংলাদেশ এবার স্বপ্ন ফাইনাল খেলার। 

এই প্রসঙ্গে জামাল বলেন,আমরা সঠিক অনুশীলন করেছি এবং ভালো ছন্দে আছি। আশা করি ভালো কিছু নিয়েই দেশে ফিরতে পারব।
জাতীয় দলে দায়িত্ব নিয়ে অস্কার ব্রুজন জানিয়েছেন, তিনি আক্রমণাত্মক ফুটবল এবং ৪-৩-৩ ছকে খেলাতে চান। 

মাত্র এক সপ্তাহের কম সময়ে অস্কারের এই কৌশল রপ্ত করতে সমস্যা হয়নি বলে জানান জামাল, ‘জেমি ৩-৪-৩ এ খেলাতেন। বাংলাদেশের অধিকাংশ ক্লাব ৪-৩-৩ এ খেলে। নতুন কোচও সেটি খেলাতে চাইছেন। ফলে আশা করি কোনো সমস্যা হবে না’।

জাতীয় দলের নতুন কোচ অস্কার ব্রুজন প্রথম ম্যাচকে বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। তিনি বলেন, আমাদের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ জয় দিয়ে শুরু করলে দারুণ এক সূচনা হবে।

ম্যাচ জিততে প্রয়োজন গোল। বাংলাদেশের সমস্যা স্কোরিং। বাংলাদেশের ফরোয়ার্ডরা ঘরোয়া পর্যায়ে সেভাবে গোল করতে পারেন না। ফলে আন্তর্জাতিক ম্যাচে একটা চাপ থেকেই যায়। 

স্কোরিং প্রসঙ্গে অস্কার বলেন, তাহলে আমাকে মাঠে নামতে হবে। স্কোরারদের ওপর আমার বিশ্বাস আছে। আশা করি তারা গোল করতে সক্ষম হবে।

কিছু দিন আগে মালদ্বীপ থেকে ফিরেছেন অস্কার ব্রুজন। বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস এএফসি কাপের পরের রাউন্ডে যেতে পারেনি ভারতীয় ক্লাবের কাছে ড্র করে। মালদ্বীপ ও ভারতই শক্তিমত্তায় এগিয়ে। 

এই দুই দল প্রসঙ্গে বলেন, এই দুই দলের ব্যাপারে আমার পূর্ণ ধারণা আছে। আমার সেই অভিজ্ঞতা বাংলাদেশ দলে কাজে লাগাতে চেষ্টা করব।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ