বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ছন্দে ফিরতে কোহলিকে অন্যরকম পরামর্শ যুবরাজের

ছন্দে ফিরতে কোহলিকে অন্যরকম পরামর্শ যুবরাজের

আইপিএলের চলতি আসরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এ সাবেক অধিনায়ক সবশেষ পাঁচ ম্যাচে করতে পেরেছেন মাত্র ২২ রান, দুইবার আউট হয়েছেন গোল্ডেন ডাক তথা মুখোমুখি প্রথম বলেই।

কোহলির এমন অফফর্ম শুধুমাত্র ব্যাঙ্গালুরুর মাথাব্যথার কারণ নয়, ভারতীয় ক্রিকেট দলেরও বড় চিন্তার কারণ। কেননা ছয় মাসের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলির ছন্দে ফেরা খুব বেশি জরুরি ভারতের জন্য। তাই কোহলিকে অন্যরকম এক পরামর্শ দিয়েছেন যুবরাজ সিং।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোহলিই ছিলেন সর্বেসর্বা। এই চার বছরে তার রানের গড় ছিল যথাক্রমে ৭৫.৯৩, ৭৫.৬৪, ৫৫.০৮ ও ৬৮.০০। কিন্তু এরপর থেকেই আর চেনা ছন্দে নেই তিনি। বিশেষ করে ২০২০ ও ২০২১ সালে টেস্ট ক্রিকেটে তার গড় মাত্র ১৯.৩৩ ও ২৮.২১। চলতি বছর রান করেছেন ৩৭.৮০ গড়েম।

২০১৭ সালের আগস্ট থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত তিন ফরম্যাটে ১৭টি সেঞ্চুরি করেছিলেন কোহলি। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর থেকে আর সেঞ্চুরির দেখা নেই এ তারকার ব্যাটে। যুবরাজের মতে, কোহলিকে আবার শুরুর দিনগুলোর মতো করে ভাবতে হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ‘আমার মতে কোহলিকে তার শুরুর দিনগুলোতে ফিরে যেতে হবে এবং ভাবতে হবে সে মানুষ হিসেবে কেমন ছিল? সে তখন স্বাধীন এক ব্যক্তি ছিল, যে সবসময় ফুর্তি মেজাজে থাকতো। তাকে সেই সব দিনগুলোর দিকে ফিরে তাকাতে হবে।’

ভারতের অন্যতম সেরা এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘অবশ্যই সে এখন খুশি নয় এবং মানুষও তাকে নিয়ে খুব একটা খুশি নয়। কারণ আমরা কোহলির আরও অনেক বেশ বেঞ্চমার্ক দেখেছি, সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে দেখেছি। তবে সেরা খেলোয়াড়দের সঙ্গেও এমনটা হয়।’

তাই খানিক পরিবর্তন আনার পরামর্শে জোর দিয়ে যুবরাজ বলেন, ‘কোহলির এখন মুক্ত-স্বাধীন মনের মানুষ হতে হবে। সে যদি নিজেকে বদলাতে পারে এবং আগে যেমন ছিল তেমন হতে পারে, তাহলে এর ছাপ খেলায়ও পড়বে। সে নিজেকে এ যুগের সেরা হিসেবে প্রমাণ করেছে এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করে।’

দৈনিক বগুড়া

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ