বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ব্যাপক পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ, একইসঙ্গে চ্যাট ও ভিডিও

ব্যাপক পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ, একইসঙ্গে চ্যাট ও ভিডিও

হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছেই। অন্যান্য মেসেজিং অ্যাপের সঙ্গে টেক্কা দিতে নিত্য নতুন ফিচার আনছে ফেসবুক মালিকানাধীন অ্যাপটি। নতুন ফিচারের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাপ শেয়ারচ্যাট-এর ভিডিও ‘পিকচার ইন পিকচার’ মোডে দেখতে পাবেন ব্যবহারকারীরা। এছাড়া একাধিক ডিভাইস থেকে অ্যাপটি ব্যবহার করা যাবে।

ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, এ ফিচারের জন্য ব্যবহারকারীদের iOS এর 2.20.81.3 আর অ্যানড্রয়েডের 2.20.197.7 ভার্সন ইনস্টল করতে হবে। ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা শেয়ারচ্যাট-এর ভিডিও প্লে করলে, সেটি হোয়াটসঅ্যাপের পিআইপি মোডে ভিডিও প্লে হবে। বর্তমানে এই মোডে ইউটিউব আর ফেসবুক ভিডিও প্লে হয়ে থাকে।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, আগামীতে আইপ্যাডের জন্যও আসছে আলাদা হোয়াটসঅ্যাপের অ্যাপ। প্রথমে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ফিচার আনবে, তারপর আইপ্যাড অ্যাপ ছাড়বে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের দুইশ’ কোটি ব্যবহারকারী রয়েছে। সম্প্রতি ভাইরাল মেসেজ ঠেকানোর ফিচার ও ভুল তথ্য শনাক্তে নতুন সার্চ ফিচার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

দৈনিক বগুড়া