বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভোট দেওয়া আমাদের অধিকার ও কর্তব্য

ভোট দেওয়া আমাদের অধিকার ও কর্তব্য

'ভোট দেওয়া আমাদের অধিকার ও কর্তব্য। আমার এলাকার মানুষের যেন ঠিক ভাবে হয় এজন্য ভোট দিতে এসেছি।' রোবববার বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনে ভোট দিয়ে বের হয়ে  হুইলচেয়ারে বসে এসব কথা বলেন শফিকুল ইসলাম (৩২)। তিনি ফুলবাড়ি মধ্যপাড়ার আব্দুর রশিদের ছেলে।

শফিকুল ইসলাম জানান, ২০১৫ সালে শেরপুর-ধুনট রোডে একটি সড়ক দুর্ঘটনায় তার মেরুদন্ড ভেঙে যায়। তারপর থেকেই হুইলচেয়ারে বসে চলাফেরা করতে হয় তাকে। ৬ বছর ধরে সে হুইলচেয়ারে রয়েছে।

তিনি আরো জানান, প্রতিবেশীর সহযোগিতায় ভোট দিতে এসেছে সে। কষ্ট হলেও ভোট পেরে অনেক খুশী তিনি। রোববার সকাল ৮ টা থেকে বগুড়া পৌরসভার ১১৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ২১ টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভায় এবার ভোট প্রদান করবেন প্রায় ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন নারী ভোটার রয়েছে।

দৈনিক বগুড়া