বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সশস্ত্র বাহিনীকে সুরক্ষাসামগ্রী দিল অস্ট্রেলিয়া

সশস্ত্র বাহিনীকে সুরক্ষাসামগ্রী দিল অস্ট্রেলিয়া

বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে করোনা সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছে অস্ট্রেলিয়া।   সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

শনিবার (২৯ আগস্ট) ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের অর্থায়নেও প্রতিরক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতায় পাঁচ টন ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১২ হাজার উচ্চমান সম্পন্ন কভারেল স্যুট ও দুই লাখ গ্লাভস।

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাস বিস্তাররোধে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মুখ্য অগ্রযোদ্ধা হয়ে কাজ করছে। এই অবদান বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন হয়ে থাকবে।

দৈনিক বগুড়া