বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে ৩৩৩ নম্বরে কল পেয়ে খাদ্য সহায়তা দিলেন ইউএনও

শেরপুরে ৩৩৩ নম্বরে কল পেয়ে খাদ্য সহায়তা দিলেন ইউএনও

বগুড়ার শেরপুরে ৩৩৩ নম্বরে কল পেয়ে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় থেকে খাদ্য সামগ্রীগুলো তুলে দেয়া হয়।

উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোছা. শামছুন্নাহার শিউলী বলেন, ২০২১-২০২২ অর্থবছরে কোভিড-১৯ এর চলমান সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়েরর মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৩৩৩ ফোন নম্বরে অনুরোধকারীদের ত্রাণ সহায়তা দেওয়ার ব্যবস্থা গ্রহন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

তাঁর এ মহৎ উদ্যোগ বাস্তবায়নের নিরিখে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চেয়েছেন এমন ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ত্রাণ সহায়তা দেওয়ার এটি একটি মহৎ উদ্যোগ। এ পর্যন্ত শেরপুর উপজেলায় ১৪০ জন হত দরিদ্র অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। যারা ৩৩৩ এ কল দিয়ে খাদ্য সহায়তা চাচ্ছেন তাদের উপজেলা পরিষদ কার্যালয়ে ডেকে এনে ইউএনও মহোদয় নিজের হাতে বিতরণ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রাশেদুল হক, জাহাঙ্গীর ইসলাম, আরিফুজ্জামন হীরা, শেরপুর থানার এএসআই মো. খায়রুল ইসলাম প্রমূখ।

দৈনিক বগুড়া