বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় দুই ইটভাটায় জরিমানা এক লাখ

বগুড়ায় দুই ইটভাটায় জরিমানা এক লাখ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধ দুই ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে ওই উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করেন বগুড়ার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. নূরুল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খলিশাকান্দি গ্রামে অবস্থিত মেসার্স টপ ব্রিকস্  ও মেসার্স এ.বি.এফ ব্রিকস্ নামের দুটি ইটভাটায় ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ জরিমানা করা হয়েছে।

অভিযানে শাজাহানপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহথীর বিন মোহাম্মদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া