বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে মোবাইল কোর্টে ১০ জনের জরিমানা ১ জনের জেল

শেরপুরে মোবাইল কোর্টে ১০ জনের জরিমানা ১ জনের জেল

বগুড়ার শেরপুরে ১১ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্তউপজেলার ফুলবাড়ি বাজার, ফুলবাড়ি ঘাটপাড়, চোমরপাথালিয়া, ছোট ফুলবাড়ি ও খামারকান্দি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ। এ সময় তিনি মাস্ক পরিধান না করায় ৬ জনকে ১ হাজার ৫০ টাকা জরিমানা করেন। এছাড়া ঐ সব এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে মাস্ক না পরার কুফল সম্পর্কে মাইকিং করেন।

অপরদিকে, দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলার ঘোগা বটতলা এলাকায় সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন। অভিযানে গাঁজা সেবন করার অপরাধে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ রনিকে (২২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক না পরায় ৪ জনকে ৬০০ টাকা জরিমানা করা হয়।

দৈনিক বগুড়া