বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সোনাতলায় লকডাউন অমান্য করায় ৬ ব্যক্তির জরিমানা

সোনাতলায় লকডাউন অমান্য করায় ৬ ব্যক্তির জরিমানা

বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কোভিড-১৯ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত দ্বিতীয় ধাপে ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে উপজেলা বিভিন্ন স্থানে ৬ ব্যবসায়ীকে দোকান খোলার অপরাধে ভ্রাম্যমানে চার হাজার চার’শ টাকা জরিমানা আদায় করেছেন।

তিনি ১৪ এপ্রিল বুধবার সকাল ১১টা হতে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনাকালে ওই ৬ ব্যবসায়ীর জরিমানা করেন। এ ছাড়াও তিনি সোনাতলা সদর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকা থেকে এক বালু ব্যবসায়ীর বালু উত্তোলনের সরঞ্জামাদীও জব্দ করেছেন।

এ ব্যাপারে নির্বাহী অফিসার সাংবাদিককে জানান, এ উপজেলার মানুষগুলোকে মহামারী করোনার হাত থেকে রক্ষা করার জন্যই সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরও জানান, সরকারী আইনকে অমান্য করার কারনেই জরিমানা করতে বাধ্য হন। জরিমানা প্রদানকারী যেমন কষ্ট পান,নির্বাহী অফিসার তার চেয়েও বেশি কষ্ট পান,এমনটিই জানিয়েছেন সাদিয়া আফরিন। তাই তিনি উপজেলার সকল মানুষকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার জন্য উদাত্ত আহবান জানান ও সকলে সহযোগীতা কামনা করেন।

দৈনিক বগুড়া