‘আমি একনায়ক নই’—ড্রেসিং রুম বিতর্কে জ্যোতি দিলেন পরিষ্কার জবাব
বাংলাদেশ নারী ক্রিকেটে টানাপোড়েনের ডমিনো এতদিন ধরে জমে উঠছিল, কিন্তু বিস্ফোরণটি ঘটল এবারই। সিনিয়রদের অভিযোগ, জুনিয়রদের কানাঘুষা, সোশ্যাল মিডিয়ার গুঞ্জন—সবকিছুর কেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অনেকেই বলছিলেন, ড্রেসিংরুমে নাকি তিনি “স্বৈরশাসকের মতো আচরণ করেন।” দীর্ঘ নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন তিনি—আর ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বললেন তিনি একনায়ক নন।