বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২৪ পালিত হয়েছে। ১০ মার্চ, রবিবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্বরে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ‘‘দুর্যোগ প্রস্তুতি লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’’।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুছা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।

এছাড়াও বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মো. মোকলেছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল জব্বার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা।